নিজস্ব প্রতিবেদন:  গত শুক্রবার চার্চিলের বিরুদ্ধে খেলতে গোয়া উড়ে যাওয়ার আগেই ছেলের গুরুতর অসুস্থতার খবর পান বোরহা। অসুস্থ ছেলেকে দেখতে রবিবারই স্পেনে চলে যান লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ পেরেজ। ছেলের এই গুরুতর অসুস্থতার পর বোরহা খেলার মতো মানসিক অবস্থায় থাকবেন কিনা তা নিয়ে দোটানায় লাল-হলুদ কর্তারা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চোট সারিয়ে ম্যাচ ফিট হওয়ার লড়াই চালাচ্ছিলেন বোরহা। তার মধ্যেই খারাপ খবর পান তিনি। মানসিকভাবে বিধ্বস্ত ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার। চলতি সপ্তাহের শেষেই বোরহার ছেলের মাথায় অস্ত্রোপচার হওয়ার কথা। আপাতত সেদিকেই তাকিয়ে আছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজম্যান্ট।


ছেলের এইরকম অসুস্থতার পর বোরহা খেলার মতো জায়গায় না থাকলে নিতে হবে নতুন ফুটবলার। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর কয়েকদিন সময় আছে। এই অবস্থায় বোরহার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কোচের উপরই ছাড়ছে বিনিযোগকারী সংস্থার কর্তারা। তবে পরিস্থিতি যা তাতে সম্ভবত বোরহার পরিবর্ত নিতেই হবে ইস্টবেঙ্গলকে। আর বোরহার পরিবর্তের খোঁজ করবেন আলেসান্দ্রোই।


আরও পড়ুন- মানজিকে জাপানের ক্লাবে বিক্রি করে রেকর্ড ট্রান্সফার ফি পেল চেন্নাই সিটি