সবার জার্সিতে এক অথবা দুই সংখ্যা, হার্দিকের কেবল ২২৮, কেন `থ্রি ডিজিট`?
জার্সিতে বেশির ভাগ ক্রিকেটারের পছন্দ জন্মদিন। বিরাট, রোহিত, অজিঙ্কদের কাছে জার্সিতে রয়েছে লাকি নম্বর। একমাত্র ব্যাতিক্রম হার্দিক। এখনও পর্যন্ত জীবনের সর্বোচ্চ রান ২২৮। জার্সিতে তাই নিজের সর্বোচ্চ শিখর রেখেছেন পাণ্ডিয়া।
ওয়েব ডেস্ক: জার্সিতে বেশির ভাগ ক্রিকেটারের পছন্দ জন্মদিন। বিরাট, রোহিত, অজিঙ্কদের কাছে জার্সিতে রয়েছে লাকি নম্বর। একমাত্র ব্যাতিক্রম হার্দিক। এখনও পর্যন্ত জীবনের সর্বোচ্চ রান ২২৮। জার্সিতে তাই নিজের সর্বোচ্চ শিখর রেখেছেন পাণ্ডিয়া।
মহেন্দ্র সিং ধোনি- জার্সি নম্বর ৭।
মাহির জন্মদিন ৭ জুলাই, ১৯৮১। তাই জার্সিতেও ফেভারিট ৭।
বিরাট কোহলি-জার্সি নম্বর ১৮।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ক্যাপ্টেন কোহলির জার্সি নম্বর ছিল ১৮। বিজয়ী অধিনায়কের তাই ১৮ নম্বরই পছন্দের।
রোহিত শর্মা-জার্সি নম্বর ৪৫।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সময় মা পছন্দ করে দিয়েছিলেন ৪৫ নম্বর। মায়ের পছন্দই এখনও মেনে চলেছেন রোহিত।
যুবরাজ সিং-জার্সি নম্বর ১২।
জন্মদিন ১২ ডিসেম্বর। মাহির মত যুবিও জন্মদিনের তারিখই জার্সিতে রেখেছেন।
অজিঙ্কে রাহানে-জার্সি নম্বর ২৭।
নিজের লাকি নম্বর ৯। ২ সংখ্যার সঙ্গে ৭ সংখ্যাটির যোগফল ৯, তাই জার্সি তে পছন্দ ২৭।
রবীন্দ্র জাদেজা-জার্সি নম্বর ৮।
৬ ডিসেম্বর জন্মদিন। বছরের শেষ মাস ১২'র ৬ নম্বর দিনে জন্ম। ১২ যুক্ত ৬ সমান সমান ৮। তাই জার্সিতে ৮।
রবিচন্দ্রন অশ্বিন- জার্সি নম্বর ৯৯।
পার্থিবের পছন্দ ৯। ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটারদের জার্সিতেও ৯৯ ছিল। আমার এই সংখ্যাটা এই জন্যই পছন্দ।
শিখর ধাওয়ান-জার্সি নম্বর ২৫।
ছেলে ও বউয়ের জন্মদিনের যোগফল ২৫। জার্সি তাই ফ্যামিলি নম্বর ২৫।
হরভজন সিং-জার্সি নম্বর ৩।
জন্মদিন ৩ জুলাই। জার্সিতেও জন্মদিনের তারিখ।
হার্দিক পাণ্ডিয়া। জার্সি নম্বর ২২৮।
নিজের জীবনের সর্বোচ্চ রান ২২৮। তাই জার্সিতেও নিজের সর্বোচ্চ শিখর ২২৮।