নিজস্ব প্রতিবেদন: ন্যাটওয়েস্ট ট্রফি জয় থেকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। দেশের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপ জয়।  ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন যুবরাজ সিং। ক্রিকেট ছাড়ার পর বোর্ডের আচরণ নিয়ে বেশ অভিমানী যুবি। কেরিয়ারের শেষ দিকে বিসিসিআই চরম অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে। বোর্ডের আচরণে অসন্তুষ্ট যুবরাজ সিং বলছেন কেরিয়ারের শেষ দিকে বিসিসিআই-এর থেকে প্রাপ্য সম্মান পাননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কেরিয়ারের শেষে চূড়ান্ত অপেশাদারিত্বের মুখে পড়তে হয়েছে। শুধু আমি নই, হরভজন সিং, বীরেন্দ্র সেওয়াগ, জাহির খানের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গেও একই জিনিস হয়েছে। আমার মতো এদের প্রত্যেকেরই শেষটা খারাপ হয়েছে। এটাই আসলে ভারতীয় ক্রিকেটের বৈশিষ্ট হয়ে গিয়েছে। আমার সঙ্গে এমনটা হওয়াতে অবাক হইনি তাই। তবে আশা করব, ভবিষ্যতে এই ছবিটা পাল্টাবে। দেশের হয়ে দীর্ঘদিন খেলা ক্রিকেটারদের যেন প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়।"



আরও পড়ুন - স্টোকসের সঙ্গে তুলনা করার মতো কোনও ভারতীয়কে খুঁজে পেলেন না গম্ভীর!