নিজস্ব প্রতিবেদন: দলকে একাই তানলেন দলপতি। অধিনায়কোচিত ইনিংস খেলে ভারতের সামনে কঠিন লক্ষ্য রাখলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসিস। তাঁর ১২০ রানের ওপর দাঁড়িয়েই নির্ধারিত ওভারে ২৬৯ রানের মত একটা লড়াই দেওয়ার মত স্কোরে পৌঁছায় ম্যান্ডেলার দেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতীয় দলে দুই রিস্ট স্পিনার, টসে জিতে ব্যাট নিল আফ্রিকা


ডারবানে এদিন তসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসিস। ডি কক রান পেলেও শুরুতেই হাসিম আমলাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় যশপ্রীত বুমরাহ। এরপর দলের হাল ধরেন দলপতি নিজেই। খেলে গেলেন গোটা ইনিংস। মিডল অর্ডারে ধ্বস নামালেও যুজবেন্দ্র চহল এবং কুলদীপ যাদবের সামনে ৩৭ রানের একটি মূল্যবান ইনিংস খেলেন অলরাউন্ডার ক্রিস মরিস। ফেলেকাও দলের স্কোরবোর্ডে যোগ করেন ২৭ রান। মরিস, ফেলেকাও, ডি কক এবং অবশ্যই ফাফ দুপ্লেসিস, এই চারের রানের সুবাদে ভারতের সামনে ২৭০ রানের লক্ষ্যমাত্রা রাখতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। 


আরও পড়ুন- বিশ্বকাপের পরীক্ষা দিচ্ছেন রাহানে


ভারতের হয়ে ভাল পারর্ফম্যান্স রয়েছে দুই রিস্ট স্পিনার কুলদীব (৩৪/৩) এবং চহলের (৪৫/২)। একটি করে উইকেট পান ভুবনেশর কুমার এবং যশপ্রীত বুমরাহ।