নিজস্ব প্রতিবেদন:  প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা তো বলেই দিলেন ক্রিকেটের সব ফরম্যাটে সেরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আধুনিক ক্রিকেটের কথা বললে ভারতের দুই তারকা ব্যাটসম্যানের কথাই বলছেন সাঙ্গাকারা। এমনকী সৌরভ গাঙ্গুলি-রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তুলনা করে বসলেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিরাট কোহলি এবং রোহিত শর্মা সম্পর্কে সাঙ্গাকারা বলেন, "যদি আধুনিক ক্রিকেটের কথা বলেন তাহলে ভারতের হাতে দুজন সেরা ক্রিকেটার আছে। বিরাট এবং রোহিত। দুজনেই ধ্বংসাত্মক ক্রিকেট খেলে, যে কোনও ফরম্যাটেই। ওরা দুজনেই গায়ের জোরে পেশি শক্তি দেখিয়ে খেলে না। ক্রিকেটিয় শটই খেলে।"



রোহিত শর্মা আর বিরাট কোহলির কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে সাঙ্গাকারা বলেন, "যদি তুমি রাহুল (দ্রাবিড়) এবং দাদাকে(সৌরভ গাঙ্গুলি) দেখ। তাহলে দেখবেন দুজনেরই কিছু কপি বুক শট ছিল। যেগুলো দেখতে ভাল লাগত আবার অনেক কিছু শেখারও উপাদান ছিল। আবার ক্রিকেট ব্যাকারণের দিক থেকে ওরাও ছিল উচ্চমানের।"



আরও পড়ুন - ছোট্ট রান-আপ নিয়ে বোলিংয়ের রহস্য ফাঁস করলেন বুমরাহ নিজেই