জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজের প্রথমার্ধ শেষ। তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রোটিয়া বাহিনী ২-১ হেরেছে। এবার শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিন দুয়েক আগে লখনউয়ের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে লড়াই করেও হারতে হয়েছে। টস খুইয়ে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৯ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে গেল ২৪০ রানে। ৯ রানে টেম্বা বাভুমার দল শিখর ধাওয়ানদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে আছে। ওদিন বৃষ্টির জন্য় ৫০ ওভারের বদলে ৪০ ওভারের ম্যাচ হয় লখনউয়ে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আগামিকাল রাঁচিতে। তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে হবে ১১ অক্টোবর (মঙ্গলবার) নয়াদিল্লিতে। রাঁচিতে বাভুমারা জিততে পারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নেবেন। দক্ষিণ আফ্রিকা যেখানে পূর্ণশক্তির দল খেলাচ্ছে, সেখানে ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার বা মহম্মদ শামির মতো নাম নেই। বিরাট-রোহিতরা টি-২০ বিশ্বকাপ খেলার জন্য রয়েছেন অস্ট্রেলিয়ায়। এই ভারতীয় দলকে অনেকেই দ্বিতীয় সারির দল বলছেন, সেখানে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) বড় কথা বলে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Roha Nadeem: ওয়াঘার ওপারে ঘুম কেড়েছেন যিনি, ফ্যানরা বলছেন পাকিস্তানের মায়ান্তি তিনি



শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে প্রোটিয়া তারকা বলেন, 'আমি কখনই এই ভারতীয় দলকে দ্বিতীয় সারির দল বলব না। ভারতে এতই প্রতিভার প্রাচুর্য যে, ওরা এক সঙ্গে চার-পাঁচটি আন্তর্জাতিক দল নামাতে পারে মাঠে। প্রচুর ক্রিকেটারের আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। সব বিশ্বমানের পারফর্মাররা রয়েছে দলে। সবসময় ভারতের বিরুদ্ধে খেলতে ভালো লাগে। অবশ্যই ওদের বিরুদ্ধে খেলে প্রস্তুতি নেওয়া যায়। ওদের বিশ্বমানের ব্যাটিং লাইন-আপ রয়েছে।' অন্যদিকে এই সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন দীপক চাহার। টিম ইন্ডিয়ার তারকা পেসার লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগেই চোট পান। চাহারের গোড়ালি ঘুরে যায় বলে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার দীপকের বিকল্প হিসাবে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। বছর তেইশের তামিলনাড়ুর বোলিং অলরাউন্ডার সাত মাস আগে দেশের জার্সিতে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুয়ারে টি-২০ বিশ্বকাপ। তার আগেই জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজাকেহারিয়ে বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় দল।তার পর ফের একবার চোটের কবলে দীপক। বিসিসিআই তাঁর চোট নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ বলেই তাঁকে শেষ দু'টি ওয়ানডে না খেলিয়ে ওয়াশিংটনকে ডেকে নিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)