ব্যুরো: ফ্রান্সের জার্সিতে তিন তিনবার বিশ্বকাপ খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সের রানার্স দলের সদস্যও ছিলেন। কিংবদন্তী এই ফুটবলার থিয়েরি অঁরি ঝটিকা সফরে কলকাতায় এসে আইএসএলের ম্যাচ দেখে গেলেন। 


শহরে এসে জানালেন ভারতীয় ফুটবল সম্পর্কে বিশেষ ধারনা নেই। যা একটু আধটু শুনেছেন তাও একদা তাঁর সতীর্থ আনেলকার মুখ থেকে। কিন্তু বিশ্বফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে উপরে উঠতে গেলে পরিকাঠামোর সঙ্গে ভাল মানের কোচের প্রয়োজন। এমনই দাওয়াই কিন্তু ভারতীয় ফুটবল কর্তাদের দিয়ে গেলেন  অঁরি।
                               
শহর কলকাতায় অঁরি উপস্থিত আর জিদানের হেড বাটিংয়ের কথা থাকবে না তা কি হয়? অঁরি অবশ্য জিনেদিন জিদানকে কিংবদন্তী ফুটবলার বলেই প্রসঙ্গটি সামলে দেন। এমনকী ব্যালন ডি অর প্রসঙ্গ উঠতেই অঁরির জবাব রোনাল্ডো, মেসি, গ্রেইজম্যান আর নেইমারের মধ্যেই হবে মূল লড়াই। আর আইএসএলে কোনও দলের থেকে অফার পাননি বলেই যে এখানে আগে আসতে পারেননি তাও জানাতে ভুললেন না ফরাসি তারকা।