করোনার ধাক্কায় এবার স্থগিত হয়ে গেল অক্টোবরে অস্ট্রেলিয়ায় ইনডোর ক্রিকেট বিশ্বকাপ
বিশ্বজুড়ে জেরবার করোনায়। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই এখন লকডাউন চলছে। বেশিরভাগ খেলাতেই ফুলস্টপও পড়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় স্থগিত হয়ে গেল অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। চমকে যাবেন না , এটা আইঈসিস টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছি না। চলচি বছরের অক্টোবর মাসেই অস্ট্রেলিয়াতে ইনডোর ক্রিকেট বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু করোনার ধাক্কায় তা স্থগিত করে দেওয়া হয়েছে। ২০২১ সালে হবে ইনডোর ক্রিকেট বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন আয়োজকরা।
বিশ্বজুড়ে জেরবার করোনায়। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই এখন লকডাউন চলছে। বেশিরভাগ খেলাতেই ফুলস্টপও পড়ে গিয়েছে। এমনিতেই করোনার কারণে অলিম্পিক, ইউরো কাপ, কোপা আমেরিকার মতো মেগা ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। স্থগিত রয়েছে আইপিএলও। জুন পর্যন্ত সমস্ত ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমন অবস্থায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই সংশয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই এবার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ একবছরের জন্য পিছিয়ে দেওয়া হল। ১১ তম ইনডোর বিশ্বকাপ হবে ২০২১ সালের অক্টোবর মাসে। বাইশ গজের নিয়মের থেকে এই ইনডোর ক্রিকেটের নিয়ম অনেকটাই আলাদা। এখানে প্রতি দলে আট জন করে থাকেন আর খেলা হয় ১৬ ওভার করে।
আরও পড়ুন - করোনার থাবায় জাতীয় পুরস্কার মনোনয়নের এতদিনের নিয়ম বদলে গেল