নিজস্ব প্রতিবেদন : কোহলিদের বিরুদ্ধে সিরিজে পাস মার্কস পেতে তিনটের মধ্যে অন্তত দুটি সিরিজ জিততে হবে নিউ জিল্যান্ডকে। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে এমনটাই জানালেন প্রাক্তন কিউই অলরাউন্ডার ক্রেগ ম্যাকমিলান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ আর দুটো টেস্ট ম্যাচ- মোট তিনটি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। শুক্রবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। নিউ জিল্যান্ডের  ঘরের মাটিতে সিরিজ হলেও টিম ইন্ডিয়াকে ক্রিকেটের পাওয়ার হাউস বলছেন প্রাক্তন কিউই তারকা ম্যাকমিলান। 'Radio Sport Breakfast'-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "এটা খুব বড় সিরিজ। অস্ট্রেলিয়ায় সিরিজে কী হয়েছে তার পর ভারতের এই সফর খুব গুরুত্বপূর্ণ। এই ভারতীয় দল কিন্তু ক্রিকেটের পাওয়ারহাউস। সেটা টি-২০ হোক কিংবা ওডিআই বা টেস্ট যাই হোক না কেন! তাই নিউ জিল্যান্ডকে পাস মার্কস পেতে হলে এই তিনটে সিরিজের মধ্যে অন্তত দুটি সিরিজ জিততে হবে।"


ম্যাকমিলানের মতে, ব্ল্যাক ক্যাপ্সরা দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে মোটেও এগিয়ে নেই। অস্ট্রেলিয়ার কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া কেন উইলিয়ামসনরাও।


আরও পড়ুন - কাঁধের চোটে বাইরে ধবন, নিউজিল্যান্ডে ওয়ান ডে দলে পৃথ্বী, টি-২০-তে স্যামসন