নিজস্ব প্রতিনিধি : অদ্ভুতরকম শান্ত ফুটবল ঈশ্বর। যেন কোনও ঝড়ের পূর্বাভাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের পর চারপাশে এত কথা। একটাই প্রশ্ন বিশ্বকাপের আকাশে। রোনাল্ডোর হ্যাটট্রকের পাল্টা দিতে পারবেন মেসি? চারপাশের এত চর্চা, এত প্রত্যাশার চাপ, অযাচিত যুদ্ধ পরিস্থিতি, কোনও কিছুই যেন তাঁকে ছুঁতে পারছে না। তিনি নির্বিকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নিজেকেই বিশ্বসেরা ঘোষণা করলেন নেইমার


লিওনেল মেসির আর্জেন্টিনা? নাকি আর্জেন্টিনার লিওনেল মেসি? এ প্রশ্ন চলমান অশরীরির মতো। সাম্পাওলির দল আজ আইসল্যান্ডের বিরুদ্ধে নামার আগেও এই প্রশ্ন অশরীরে ঘুরছে। বিশ্ব ফুটবলের ধারণা, মেসির কাঁধে চেপেই আর্জেন্টিনা বিশ্বকাপের বৈতরণী পার করতে চাইছে। কোচ সাম্পাওলি সে দাবি অস্বীকার করেননি একবারও। বরং বলেছেন, ''মেসি দলের মধ্যমণি। তাই বলে ওর উপর কোনও চাপ নেই। আমরা ওকে চাপে রাখতে চাইনি কখনও। মেসির ফুটবল এত মানুষকে আনন্দ দেয়। ওর স্কিল, টেকনিক দেখে মানুষ ফুটবলের সৌন্দর্য উপলব্ধি করে। এটাই তো অনেক। এর পর ও বিশ্বকাপ জিতল কি না কী এসে যায়! একটা বিশ্বকাপ জয় লিওনেল মেসির প্রতিভা বিচারের মাপদণ্ড হতে পারে না।''


আরও পড়ুন- রাশিয়ায় রেকর্ডের নাম রোনাল্ডো


গতবারের তুলনায় এবার আরও বেশি চাপ মাথায় নিয়ে খেলতে নামবেন সাড়ে পাঁচ ফুটের আর্জেন্টাইন। বিশ্বকাপের শুরুতেই সেই চাপের বোঝা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে রোনাল্ডোর হ্যাটট্রিক। চাপের প্রেসার কুকারে থাকা মেসিকে এবারও খালি হাতে ফিরতে হলে? সাম্পাউলি এসব কু-ডাকে ঘাবরাচ্ছেন না। উল্টে বলছেন, ''আপনারা ভাবছেন এটাই মেসির শেষ বিশ্বকাপ। কিন্তু মনে মনে ও কী ঠিক করে রেখেছে আমি বা আপনি কেউই জানি না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না মেসির এটা শেষ বিশ্বকাপ। এবার ও আগেরবারের থেকে অনেক কম চাপ নিয়ে খেলতে নামবে। আমার ওকে দেখে, ওর সঙ্গে কথা বলে অন্তত সেটাই মনে হয়েছে।''