ওয়েব ডেস্ক: এবারের আইপিএলে বিরাট কোহলি একের পর এক এমন কাজকর্ম করছেন, যে তাক লেগে যাচ্ছে গোটা বিশ্বের। ইতিমধ্যে তিনি এক আইপিএলে তিন-তিনটে সেঞ্চুরি করে ফেললেন। তাঁর দল গতকাল জিতেছে ১৪৪ রানে! না, আইপিএলের ইতিহাসে এত বড় ব্যবধানে কেউ কখনও জেতেনি।


কিন্তু এর বাইরেও ক্যাপ্টেন বিরাট কোহলি গতকাল আরও একটা কাজ এমন করেছেন যা আইপিএলে এই প্রথমবার। শনিবারের ম্যাচে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে তিনি ৯ জন বোলারকে দিয়ে বল করিয়েছেন! হ্যাঁ, আর একটু হলে গোটা দলই প্রায় বল করে ফেলছিল। কম যায়নি গুজারাট লায়ন্সও। তাদের ক্যাপ্টেন ম্যাককালামও  নয় নয় করে বল করিয়েছেন ৭ জন বোলারকে দিয়ে। মানে এক টি২০ ম্যাচে দু দল মিলে মোট ১৬ জন বোলার বল করেছেন ২২ জন ক্রিকেটারের মধ্যে। বলাই বাহুল্য দুটোই আইপিএলের রেকর্ড। তবে, সারা বিশ্বের টি২০-র রেকর্ড ধরলে ১৭ জনও এক ম্যাচে বল করেছেন।