জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে দুই শিবিরেই একই রকম উত্তেজনা। তবে টেস্ট শুরুর দু'দিন আগেই খারাপ খবর চলে এল ভারতীয় শিবির থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  হারানো গদি ছিনিয়ে মসনদে ফের হার্দিক, সতীর্থের কাছেই চেকমেট সূর্যকুমার!


ভারতের তারকা বোলার খালিল আহমেদ (Khaleel Ahmed) ছিটকে গেলেন সিরিজ থেকে! দলে তিনি ট্র্য়াভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন। চোট পাওয়ার কারণেই গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে গেলেন। তবে কালবিলম্ব করেনি বিসিসিআই। আরসিবি স্টার যশ দয়ালকে ডেকে নিয়েছে তারা। নিউ জিল্যান্ড সফরে যশ দলের সঙ্গে ছিলেন। ফের একবার জাতীয় দলে ডাক পেলেন তিনি। দ


য়াল দ্রুত ভারত থেকে উড়ে যাবেন পারথে। সংবাদসংস্থা পিটিআই বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'এটি লাইক-ফর-লাইক বিকল্প। ভারতীয় দলের মিচেল স্টার্কের সিমুলেশন প্রয়োজন ছিল। দয়ালের প্রথমে এ টেস্ট খেলার কথা ছিল কিন্তু তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। খলিল যদি বোলিং করতে না পারে তাহলে তাকে রেখে দেওয়ার কোনও মানে হয় না।'


ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।     


অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, আলেক্স ক্যারে, জোশ হ্য়াজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্য়াথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।  


আরও পড়ুন: চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, গিলকে ছাড়াই খেলতে হবে! কোচ বললেন, 'আমরা ওর...'


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)