ওয়েব ডেস্ক: 'স্যার আমরা টয়লেটে যেতে চাই।'উইম্বলডনে ডাবলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে এক গেমে শেষে এমনই আবেদন করেন পাবলো চুভাস ও মার্সেল গ্রানোলার্স নামের দুই খেলোয়াড়। কিন্তু ম্যাচ রেফারি জানান টুর্নামেন্টের নিয়ম মেনে টয়লেট ব্রেক এখন দেওয়া সম্ভব নয়।
 
প্রতিবাদ করতে গিয়ে চুভাস রেফারিকে হুমকি দিয়ে বলেন, 'তাহলে আমি কোর্টের ধারে রাখে ওই ক্যানে প্রস্রাব করে দেব।' কথাটা বলে রাগ দেখিয়ে একটা বল কোর্টের বাইরে পাঠিয়ে দেন। এখানেই শেষ হয়নি প্রতিবাদ। ডবল ফল্ট করার পর কোর্টেই বসে পড়েন দু জনে। কিছুতেই তারা ফাইনাল গেম খেলতে রাজি হয়নি। বাধ্য হয়ে চেয়ার আম্পায়ারকে এরপর সুপারভাইজারকে ডাকতে হয়।
 
ম্যাচটা ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা। পাঁচ সেটের ম্যাচে শেষ অবধি চুভাস আর গ্রানোলার্স হেরে যান ৬-৩,৪-৬,৬-৪,৩-৬,১৪-১২।


পড়ুন প্রকাশ্যে পেচ্ছাপ মহিলার- তারপর...দেখুন ভিডিও