ওয়েব ডেস্ক: গড়াপেটার দায়ে বিগ ব্যাসের তিন ক্রিকেটারকে নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তাদের বিরুদ্ধে  বিগ ব্যাসের কোনও ম্যাচে গড়াপেটার প্রমাণ পাওয়া যায়নি। গতবছর ব্রিসবেনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে গড়াপেটার জন্য কিউই ক্রিকেটার হেলে জেনসেনকে ছ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। কোরিনে হলকেও ম্যাডাডোর কাপে গড়াপেটার জন্য ছ মাস নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাবলিক Wi-fi ব্যবহার করেন? তাহলে এগুলো মাথায় রাখতেই হচ্ছে!


পাশাপাশি দুজনকেই আরও ১৮ মাস বা দেড় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ক্রিকেটীয় কার্যকলাপ থেকে। আরেক মহিলা ক্রিকেটার লগনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যান্টি কোরাপশনের কোড ভাঙার দায়ে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।



আরও পড়ুন, গেইলের সেঞ্চুরি ম্যাচে নারিনের এই স্পেল মনে রাখার মত