নিজস্ব প্রতিবেদন: এর আগে একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের ভারত সফর চলাকালীন আবারও একবার ভারত-পাকিস্তান ক্রিকেটিয় সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আফ্রিদি। আবারও দুষলেন সেই নরেন্দ্র মোদীকে। কোনও রাখঢাক না করেই তিনি বলেন, যতদিন মোদী ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনও উন্নতি সম্ভব হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারত-পাকিস্তানের মধ্যে কীভাবে বন্ধুত্ব হতে পারে! কয়েকদিন আগেই সে উপায় বলে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এক্সপো ২০২০ দুবাই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গিয়ে যুবরাজ সিং-কে সঙ্গে নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে জোরালো সওয়াল করেন। কিন্তু বাস্তবে চিত্রটা একই রয়ে গিয়েছে। ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে মতপার্থক্য তো রয়েছেই। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ তো দূরঅস্ত আইসিসি ইভেন্ট ছাড়া বাইশ গজে দুই দেশের দ্বৈরথ দেখা যায় না। অথচ বিশ্বজুড়ে ইন্দো-পাক ক্রিকেট যুদ্ধের একটা বড়সড় চাহিদা রয়েছে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে আজ তলানিতে ঠেকেছে তা একটি মানুষের জন্যই বলে উল্লেখ করেন শাহিদ আফ্রিদি- আর তিনি হলেন নরেন্দ্র মোদী।



এক সাক্ষাত্কারে শাহিদ আফ্রিদি বলেন, "যতদিন মোদী ক্ষমতায় রয়েছেন, আমার মনে হয়ে ততদিন কোনও ইতিবাচক উত্তর পাওয়া যাবে না। আমরা সবাই (ভারতীয় এবং পাকিস্তানিরাও) মোদীর ভাবনা-চিন্তা জানি। ওনার ভাবনা চিন্তা সবসময়ই নেতিবাচক। ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে শুধুমাত্র ওই একটা মানুষের জন্য।" আফ্রিদি আরও বলেন "সীমান্তের দুই পাশের মানুষজনই একে অপরের দেশে বেড়াতে যেতে চান। কিন্তু মোদীর ভাবনা-চিন্তায় কী রয়েছে সে তিনিই জানেন। "


আরও পড়ুন - সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হৃত্বিক রোশন! 'দাদা'র পছন্দ কে?