নিজস্ব প্রতিবেদন: অ্যাডিলেডে প্রথম টেস্টে হার মানলেও মেলবোর্নে (Melbourne) দ্বিতীয় টেস্টে অজিদের বিরুদ্ধে প্রথম দিনে দাপট দেখাল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু অজি অধিনায়ক টিম পেইনের (Tim Paine) রান আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক দানা বাঁধল। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঠিক কী হয়েছিল?
অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৫তম ওভার চলছিল। বোলিং করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে ছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং টিম পেইন (Tim Paine)। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে উমেশ যাদবের (Umesh Yadav) থ্রোতে উইকেট ভেঙে দেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর অন দ্য লাইন বেনিফিট অফ ডাউটে থার্ড আম্পায়ার পল উইলসন (Paul Wilson) টিম পেইনকে (Tim Paine) নট আউট ঘোষণা করেন। তখন ৬ রানে ব্যাটিং করছিলেন পেন (Tim Paine)।


 



 



কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না আদৌ পেইনের ব্যাট ক্রিজ ক্রস করেছিল কি না! থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তে মোটেই খুশি হতে পারেননি রাহানেরা। এমনকী  শেন ওয়ার্ন (Shane Warne), ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ক্রিকেটাররাও সরব হয়ে ওঠেন।  



আরও পড়ুন- Boxing Day Test: বুমরাহ-অশ্বিনদের দাপুটে বোলিং, ১৯৫ রানে শেষ অজিদের প্রথম ইনিংস, দিনের শেষে ভারত ৩৬/১