নিজস্ব প্রতিবেদন: অলিম্পিক্সে যেন অপ্রতিরোধ্য পি ভি সিন্ধ (PV Sindhu)। রিও অলিম্পিক্সের রুপো জয়ী অনায়াসে জায়গা করে নিলেন টোকিও অলিম্পিক্সের মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও। প্রথম ম্যাচে জয় এনেছিলেন ২৯ মিনিটে, তারপর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে জয় পেলেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-৯, ২১-১৬। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার হংকঙের চিউং ই-কে হারিয়ে দেন সিন্ধু। প্রথম সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় সেটে লড়াই সমানে সমানে হলেও ম্যাচের নিজের দিকে ঘুরিয়ে নিতে সময় নেননি সিন্ধু। এগিয়ে গিয়ে সেট শেষ করলেন ২১-১৬ ফলে। 


তবে প্রি-কোয়ার্টার ফাইনাল কঠিন হতে পারে সিন্ধুর। কারণ সিন্ধুর লড়াই বিশ্বের ১২ নম্বর তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের সঙ্গে। তাঁকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে সম্মুখ সমর জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে।



আরও পড়ুন, Mirabai Chanu: ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা নিয়েই ভারোত্তোলনে দেশকে রুপো জেতান চানু!


প্রসঙ্গত, প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু স্ট্রেট সেটে জিতে অভিযান শুরু করেছিলেন। সেই একই ফর্মে বাজিমাত হংকংয়ের বিরুদ্ধেও। ম্যাচ জুড়ে নিজেকে আনফোর্সড এরর থেকে বিরত রাখার চেষ্টা করেছেন সিন্ধু। অন্যবারের তুলনায় জাম্প স্ম্যাশ(Jump Smash) বেশি ব্যবহার করেছেন ভারতীয় তারকা। 


মীরাবাই চানু ছাড়া এখনও পর্যন্ত টোকিওতে ভারতের পদকের ভাঁড়ার শূন্য। সিন্ধু কী সেই জায়গা পূরণ করতে পারবেন, সেই দিকেই তাকিয়ে দেশ। সিন্ধুর জন্য কিছুটা স্বস্তি এবারে ব্যাডমিন্টনে বিশ্বের সেরা স্পেনের ক্যারোলিনা মারিন (Carolina Marin) এবারে অংশ নেননি।