Tokyo Olympics 2020: কুস্তিতে কোয়ার্টার ফাইনালে Deepak-Ravi, ব্যর্থ Anshu Malik
অলিম্পিক্সে কুস্তিতে পদকের স্বপ্ন দেখছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020 মঞ্চে কুস্তিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ও দীপক পুনিয়া (Deepak Punia)। ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রবি কুমার এবং ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রবি পুনিয়া। তবে হেরে গেলেন অংশু মালিক (Anshu Malik)।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পারলেন না Shivpal Singh, লক্ষ্যভেদে ব্যর্থ Javelin থ্রোয়ার
আরও পড়ুন: Tokyo Olympics 2020: প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ, Javelin ফাইনালে ভারতের Neeraj
বুধবার কুস্তিতে ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। কলম্বিয়ান প্রতিপক্ষ অস্কার টিগরেরসকে ১৩-২ ব্যবধানে হারিয়ে দেন তিনি। অন্য ম্যাচে ৮৬ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে নামেন দীপক পুনিয়া (Deepak Punia)। নাইজেরিয়ার প্রতিপক্ষ একেরেকেমে আজিয়োমোরকে ১২-১ ব্যবধানে হারিয়ে দেন তিনি। মহিলাদের ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামেন অংশু মালিক (Anshu Malik)। বিশ্বের তিন নম্বর কুস্তিগীরের কাছে ২-৮ ব্যবধানে হেরে যান তিনি।