নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) চতুর্থ দিনের সকালেই ভারতের জন্য সুখবর। তীরন্দাজির পুরুষ দল কাজাখস্তানকে হারিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। তরুণদীপ রাই, অতনু দাস ও প্রবীণ যাদবের ত্রিফলা ৬-২ হারিয়ে দিয়েছে কাজাখস্তানকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোয়ার্টার ফাইনালে অতনুদের প্রতিপক্ষ মহাশক্তিধর দক্ষিণ কোরিয়া। শেষ ষোলোর লড়াইয়ের চতুর্থ সেটে প্রথম তিন শটে পিছিয়ে ছিলেন অতনুরা। পরপর জোড়া টেনএসের সুবাদে শেষ আটে পৌঁছে যায় ভারত।


আরও পড়ুন: Tokyo Olympics:শেষরক্ষা হল না, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় বঙ্গ কন্যা Sutirtha-র



বাংলার অতনু স্বপ দেখালেও স্বপ্নভঙ্গ হয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়ের। মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ করলেন সুতীর্থা। ২০ মিনিটের ম্যাচে ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে হারলেন সুতীর্থা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)