নিজস্ব প্রতিবেদন: আধিপত্য নিয়ে খেলেও শেষরক্ষা হলো না। টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সানিয়া মির্জা (Sania Mirza) ও অঙ্কিতা রায়নার (Ankita Raina) জুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ইউক্রেনের যমজ বোনের জুটি লাইয়ুডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে ধরাশায়ী হলেন সানিয়া-অঙ্কিতা। আশা জাগিয়েও হতাশ করলেন তাঁরা। নাটকীয় এই ম্যাচ ইউক্রেনের বোনেরা ০-৬, ৭-৬ (০), ১০-৮ জিতে নেয়। সানিয়া-অঙ্কিতা ছিটকে যাওয়ায় ভারতের টেনিস পদক জয়ের স্বপ্ন শুধু বাঁচিয়ে রাখলেন সুমিত নাগাল।



আরও পড়ুন: Tokyo 2020: ফাইনালে কোয়ালিফাই করতে পারলেন না বাংলার জিমন্যাস্ট Pranati Nayak


ছ'বারের গ্র্যান্ড স্লাম জয়ী সানিয়া তাঁর কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন টোকিওতে। তিনি এবার তরুণ খেলোয়াড় অঙ্কিতা রায়নাকে বেছে নিয়েছিলেন পার্টনার হিসেবে। সাইনি উইলসনের ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেললেন সানিয়া। পদক জেতার লক্ষ্য থাকলেও, সানিয়া পারলেন না। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)