নিজস্ব প্রতিবেদন: এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, করিম বেঞ্জেমাকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ দুবারের সাক্ষাতে জিততে পারেনি রিয়াল। এই অবস্থায় সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের শেষ চারের লড়াইয়ে মাত দিল জিনেদিন জিদানের দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটে কর্নার থেকে সোজাসুজি টনি ক্রুসের দুরন্ত গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৯ মিনিটে ইস্কোর গোলে ব্যবধান দ্বিগুন করে জিদানের দল। বিরতির পর ৬৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে স্কোরলাইন ৩-০ হয়। বাকি সময়ে রিয়াল রক্ষণে ভ্যালেন্সিয়া চাপ তৈরি করে। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার হয়ে স্বান্তনার গোলটি করেন  দানি পারেহো। ৩-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ।



প্রথমবার দেশের বাইরে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ একেবারে নতুন রূপে। চারদলীয় এই প্রতিযোগিতার অন্য সেমি ফাইনালে আজ মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল।


আরও পড়ুন - বিতর্কিত বোলিং অ্যাকশন! ৩ মাস নির্বাসিত নাইটদের এই বোলার