ওয়েব ডেস্ক: টি ২০ বিশ্বকাপের প্রায় শেষ ল্যাপ চলছে। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল। কয়েকটি দল রয়েছে সেমিফাইনালের দৌড়ে। কার হাতে কাপ উঠবে, সে তো সময়ই বলবে। তার আগে এমন কিছু তথ্য দিই, যেগুলো আপনাকে বেশ অবাক করবে বা মজা দেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম ২০-তে নেই কোনও ভারতীয় বোলার! হ্যাঁ, তালিকাটায় চোখ বোলালেই দেখতে পাবেন।


১) মহম্মদ নবি (আফগানিস্থান) - ৬ ম্যাচ - ১০ উইকেট


২) সাকিব আল হাসান (বালাদেশ) - ৭ ম্যাচ - ১০ উইকেট


৩) রশিদ খান (আফগানিস্থান)- ৬ ম্যাচ - ৯ উইকেট


৪) স্যান্টেনার (নিউজিল্যান্ড) - ৪ ম্যাচ - ৮ উইকেট


৫) ফকনার (অস্ট্রেলিয়া) - ৩ ম্যাচ - ৭ উইকেট


৬) ভ্যান ম্যাকেরেন (নেদারল্যান্ড) - ৩ ম্যাচ - ৬ উইকেট


৭) ডোয়েন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) - ৩ ম্যাচ - ৬ উইকেট


৮) আল আমিন (বাংলাদেশ) - ৭ ম্যাচ - ৬ উইকেট


৯)ইস সোধি (নিউজিল্যান্ড) - ৪ ম্যাচ - ৫ উইকেট


১০) জাম্পা (অস্ট্রেলিয়া) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১১) ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১২) মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) -৩ ম্যাচ - ৫ উইকেট


১৩) কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)- ২ ম্যাচ - ৫ উইকেট


১৪) ট্রিপানো (জিম্বাবোয়ে) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১৫) মাসাকাদজা (জিম্বাবোয়ে) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১৬) ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১৭) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১৮) রাবাদা  (দক্ষিণ আফ্রিকা) - ৩ ম্যাচ - ৫ উইকেট


১৯) ডকরেল (আয়ারল্যান্ড) - ২ ম্যাচে - ৪ উইকেট


২০) ভ্যান গগ টেন (হল্যান্ড) - ৩ ম্যাচ - ৪ উইকেট


২১) রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩ ম্যাচ - ৪ উইকেট