নিজস্ব প্রতিবেদন: নির্ণায়ক ম্যাচে বৃষ্টির ছলাকলায় মুখভার তিরুবন্তপুরমের। নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে গেল টসও। ব্যাট-বল ডাগআউটে তুলে রেখে বিরাট ব্রিগেড মাতল ফুটবলে। তিরুবন্তপুরমের এই গ্রিনফিল্ড স্টেডিয়াম ভারতের ১৯তম ক্রিকেট ক্রীড়াঙ্গন যেখানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।  



দিল্লির ফিরোজ শাহ কোটলায় বিরাট জয় আর গুজরাটের রাজকোটে হারের পর সিরিজ এখন পেন্ডুলামের মতই দুলছে। ভাল ফর্মে রয়েছে ভারত। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজে কামব্যাক করে কিউইরাও বুঝিয়ে দিয়েছেন তারা কেন বিশ্বের একনম্বর টি-টোয়েন্টি দল। এমনিতেই টি-টোয়েন্টিতে ভারতের রেজাল্ট একেবারেই খারাপ। এখনও পর্যন্ত খেলা ৭টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে ব্লু-ব্রিগেড। তাই হারের ভ্রূকুটি কিন্তু রয়েছেই। বিরাটরা যদি এই ম্যাচ হারে তাহলে দীর্ঘ সময় পর সিরিজ হারের পর সম্মুখীন হতে হবে ভারতকে।