সুপারনোভাসকে হারিয়ে Women`s T20 Challenge জিতে নিল স্মৃতি, রিচা, ঝুলনদের ট্রেলব্লেজার্স
শেষ দিকে রাধা যাদবের দুরন্ত বোলিংয়ে ট্রেলব্লেজার্সের রানের গতি থমকে যায়।
নিজস্ব প্রতিবেদন: হ্যাটট্রিক হল না সুপারনোভাসের। ট্রেলব্লেজার্স অধিনায়ক স্মৃতি মন্ধানার দুরন্ত ব্যাটিং। সঙ্গে বল হাতে জ্বলে উঠলেন সালমা খাতুন, দীপ্তি শর্মারা। আর তাতেই শারজায় মেগা ফাইনালে সুপারনোভাসকে ১৬ হারিয়ে Women's T20 Challenge জিতে নিল ট্রেলব্লেজার্স।
টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সুপারনোভাসের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলের স্মৃতি মান্ধানা এবং দোতিন। ৭১ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন পুনম যাদব। ২০ রান করেন দোতিন। ৪৯ বলে ৬৮ রান করেন স্মৃতি। এরপর শেষ দিকে রাধা যাদবের দুরন্ত বোলিংয়ে ট্রেলব্লেজার্সের রানের গতি থমকে যায়। স্মৃতি (৬৮), দোতিন (২০) আর রিচা ঘোষ (১০) ছাড়া কেউই দুই অঙ্কের রানের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ট্রেলব্লেজার্স। ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন রাধা যাদব।
১১৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সুপারনোভাস নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, সালমা খাতুনদের মাপা বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ট্রেলব্লেজার্স। হরমনপ্রীত কৌর ৩৬ বলে ৩০ রান করেন। আর সেভাবে কেউ বড় রান করতে পারেননি। সালমা খাতুন ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। ৯ রান দিয়ে ২ উইকেট নেন দীপ্তি শর্মা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০২ রান তোলে সুপারনোভাস। ম্যাচের সেরা হয়েছেন ট্রেলব্লেজার্সের স্মৃতি মান্ধানা। টুর্নামেন্ট সেরা হয়েছেন রাধা যাদব।
আরও পড়ুন - IPL 2020: ইতিহাস বলছে লিপ ইয়ারে নতুন চ্যাম্পিয়ন, এবার কি দিল্লি!