নিজস্ব প্রতিবেদন: লাজং ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। সোমবার লাল-হলুদ অনুশীলনে ছুটি ছিল। মঙ্গলবার সকালেই অর্ণব-গুরবিন্দরদের নিয়ে মাঠে নেমে পড়েন খালিদ। এদিন অবশ্য ডুডু-আমনাসহ সব বিদেশিকেই ছুটি দিয়েছিলেন লাল-হলুদ কোচ। মিনার্ভা জেতায় ইস্টবেঙ্গলের উপর চাপ আরও বেড়েছে। পরের দুটো ম্যাচে কিছুতেই পয়েন্ট নষ্ট করা যাবে না। তবে খালিদের বিশ্বাস তাদের কাছে এখনও একটা সুযোগ আছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কিংসদের অধিনায়ক কেন অশ্বিন? ফাঁস করলেন বীরু


আসলে ইস্টবেঙ্গল শিবিরের বিশ্বাস,পরের দুটো ম্যাচে মিনার্ভা পয়েন্ট নষ্ট করবেই। শিলংয়ে গিয়ে ফিল্ডটার্ফে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই বুধবার বারাসতের ফিল্ডটার্ফে অনুশীলন করবে লাল-হলুদ। হোলির দিনেও বিকেলে অনুশীলন করার ইচ্ছা রয়েছে লাল-হলুদের। নির্দিষ্ট সূচির একদিন আগেই অথ্যাত দু তারিখই পাহাড়ে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল। যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত অনুশীলন করেই লাজংয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল।


আরও পড়ুন- রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবিতে সরব টুইটার!


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়