লিগ জয়ের শেষ সুযোগ কাজে লাগাতে চাইছেন খালিদ
ইস্টবেঙ্গল শিবিরের বিশ্বাস,পরের দুটো ম্যাচে মিনার্ভা পয়েন্ট নষ্ট করবেই।
নিজস্ব প্রতিবেদন: লাজং ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। সোমবার লাল-হলুদ অনুশীলনে ছুটি ছিল। মঙ্গলবার সকালেই অর্ণব-গুরবিন্দরদের নিয়ে মাঠে নেমে পড়েন খালিদ। এদিন অবশ্য ডুডু-আমনাসহ সব বিদেশিকেই ছুটি দিয়েছিলেন লাল-হলুদ কোচ। মিনার্ভা জেতায় ইস্টবেঙ্গলের উপর চাপ আরও বেড়েছে। পরের দুটো ম্যাচে কিছুতেই পয়েন্ট নষ্ট করা যাবে না। তবে খালিদের বিশ্বাস তাদের কাছে এখনও একটা সুযোগ আছে।
আরও পড়ুন- কিংসদের অধিনায়ক কেন অশ্বিন? ফাঁস করলেন বীরু
আসলে ইস্টবেঙ্গল শিবিরের বিশ্বাস,পরের দুটো ম্যাচে মিনার্ভা পয়েন্ট নষ্ট করবেই। শিলংয়ে গিয়ে ফিল্ডটার্ফে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই বুধবার বারাসতের ফিল্ডটার্ফে অনুশীলন করবে লাল-হলুদ। হোলির দিনেও বিকেলে অনুশীলন করার ইচ্ছা রয়েছে লাল-হলুদের। নির্দিষ্ট সূচির একদিন আগেই অথ্যাত দু তারিখই পাহাড়ে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল। যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত অনুশীলন করেই লাজংয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবিতে সরব টুইটার!
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়