Tokyo 2020: প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা পেল রানির ভারত! গ্রেট ব্রিটেন হকির টুইট ভাইরাল
এদিন ম্যাচে রানিদের পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে আসায় মোহিত স্বয়ং প্রতিপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: গ্রেট ব্রিটেনেরে কাছে ৩-৪ গোলে হেরেই স্বপ্নের ব্রোঞ্জ পদক স্পর্শ করতে পারেননি রানি রামপাল অ্যান্ড কোং। অলিম্পিক্স ইতিহাস লিখেও শুক্রবার অল্পের জন্য পদক ছুঁয়ে দেখা হয়নি ভারতীয় মহিলা হকি দলের।
এদিন ম্যাচে রানিদের পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে আসায় মোহিত স্বয়ং প্রতিপক্ষ। গ্রেট ব্রিটেন হকির টুইটারে ভূয়সী প্রশংসা করা হলো ভারতের। এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায়। গ্রেট ব্রিটেন হকি লিখেছে, "যেমন অসাধারণ গেম, তেমনই অসাধারণ প্রতিপক্ষ। ভারতীয় হকি এবারের টোকিও অলিম্পিক্সে এবার বিশেষ কিছুই করে দেখিয়েছে। আগামী কয়েক বছর খুবই উজ্জ্বল দেখাচ্ছে তাদের।"
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পদত্যাগ করলেন ভারতীয় মহিলা হকি দলের কোচ Sjoerd Marijne!
এদিনের হারের ধাক্কা মেনে নিতে পারেনি ভারত! রানিদের কান্নাই থামছিল না। অঝোরে কাঁদছিলেন তাঁরা। এমনকী তাঁদের সান্ত্বনা দিতে গ্রেট ব্রিটেনের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরাও ছুটে আসেন ম্যাচের পর। এই দৃশ্য প্রমাণ করে দিয়েছিল যে, বন্ধুতা ও স্পোর্টসম্যান স্পিরিট হার-জিতেরই ওপরে। এই কথা বলেছে গ্রেট ব্রিটেনের হকির টুইটার হ্যান্ডেলও।
তারা লিখছে, "আজ হকি জিতেছে।" ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও ভারতীয় সমর্থকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন রানিরা। গতবারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারত ০-২ পিছিয়েও ৩ গোল করে শেষ পর্যন্ত। রানিদের প্রশংসায় মেতেছেন নেটাগরিকরা। পদক হারলেও দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন মারিনের শিষ্যারা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)