Virat Kohli : লর্ডসে `নাগিন ডান্স` কোহলির! খেলায় মন দিতে বললেন নেটিজেনরা
বিরাট কার্যত রানের খরার মধ্যে দিয়েই যাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে বড় রান নেই। সেঞ্চুরিও এখন 'ঈদের চাঁদ'। বিশ্ববন্দিত ব্যাটসম্যান বিরাট কার্যত রানের খরার মধ্যে দিয়েই যাচ্ছেন। এই পরিস্থিতিতে লর্ডসের ব্যালকনিতে 'নাগিন ডান্স' করে নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন ভারত অধিনায়ক! কারোর মনে বিরাট ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে নেচে লর্ডসকে কলুষিত করেছেন। কেউ বা আবার বিরাটকে না নেচে খেলায় মন দিতে বলছেন!
আরও পড়ুন:দেখুন ভিডিয়ো: মন্দ আলোয় কেন খেলা চলছে! উত্তেজিত Virat Kohli র প্রতিক্রিয়া ভাইরাল
লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪২ রানে আউট হওয়া কোহলি দ্বিতীয় ইনিংসে ২০ রান করে ফিরেছেন। ট্রেন্ট ব্রিজে ড্র হওয়া প্রথম টেস্টে কোহলি প্রথম বলে আউট হয়ে ফিরেছিলেন। কোহলির ব্যাট থেকে রানের প্রত্যাশায় তাঁর অনুরাগীরা। এখন দেখার কবে কোহলি বড় রান করতে পারেন!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)