টোকিয়ো অলিম্পিক্স শুরুর আগে ভয় দেখাচ্ছে করোনা, আক্রান্ত দুই খেলোয়াড়
টোকিয়োর গেমস ভিলেজে পৌঁছছেন বিভিন্ন দেশের খেলোয়াড়।
নিজস্ব প্রতিবেদন: টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে আর মাত্র বাকি পাঁচ দিন। তার আগেই করোনায় আক্রান্ত আরও দুই খেলোয়াড়। টোকিও ভিলেজে যত পরীক্ষা করা হচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
তবে কোন দেশের কোন খেলার কোন খেলোয়াড় আক্রান্ত সে বিষয়ে কিছুই জানায়নি অলিম্পিক্স আয়োজক সংস্থা। তবে জানা যাচ্ছে, আক্রান্ত চেক দলের এক সদস্য। ২ কোভিড আক্রান্ত অ্যাসিম্পটোম্যাটিক।
করোনা কোপে গত বছর বাতিল হয়ে যায় অলিম্পিক্স। কিন্তু এই বছর করোনার কোপ কমতেই টোকিয়োতে আয়োজন করার সিদ্ধান্ত নেয় অলিম্পিক্স আয়োজক সংস্থা। ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। গ্যালারি থাকবে দর্শক শূন্য। টোকিয়োর গেমস ভিলেজে পৌঁছছেন বিভিন্ন দেশের খেলোয়াড়। কিন্তু তার আগে কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা।