ওয়েব ডেস্ক: ম্যান্ডেলার দেশে বিরাট-ভারতের লজ্জাজনক হারের পর ২৪ ঘণ্টাও কাটেনি, আফ্রিকানদের বিরুদ্ধে বদলা নিল পৃথ্বীরা। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল 'রাহুলের ভারত'। নিউ জিল্যান্ডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে প্রোটিয়দের বিরুদ্ধে ১৮৯ রানে জয় পেল ভারতীয় দল। শতরান হাতছাড়া হলেও ব্যাটে নজর কেড়েছে আরিয়ান জুয়াল (৮৬) এবং হিমাংশু রানা (৬৮)।  ম্যাচে দাপট ছিল বাংলার পেসার ইশান পোড়েলের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়ে ইশান বুঝিয়ে দিলেন, বিশ্বকাপ শুরুর আগে পৃথ্বীকে যতই আলোড়নে থাকুক, লাইমলাইট ফেলতে হবে তার ওপরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ডোপে 'ফেল' করেও আইপিএল-এ 'পাস' ইউসুফ পাঠান


প্রথমে ব্যাট করে আফ্রিকান পেস অ্যাটাকের বিরুদ্ধে ভারতীয়দের বিধ্বংসী ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারে স্কোর পৌঁছয় ৩৩২ রানে।  জবাবে ব্যাট করতে এসে ১৪৩ রানেই গুটিয়ে যায় 'চোকার্স'রা। আফ্রিকার টপ অর্ডারে ধ্বস নামিয়ে আনে বাংলার পেস বোলার ইশান্ত পোড়েল। ২৩ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়দের কোণঠাসা করে দেয় এই তরুণ তুর্কি। এরপর একপেশে খেলায় ৩৮ ওভার ৩ বলেই সহজ জয় পেয়ে যায় রাহুল দ্রাবিড়ের অনূর্ধ্ব  ১৯ ভারতীয় দল। 


আরও পড়ুন- বৃথা গেল লড়াই, মৃত্যু হল বিরাট ফ্যানের


বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। তার ঠিক দু'দিন পরই শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।