নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পর থেকে ক্রিকেটের বাইরে রোহিত শর্মা ( Rohit Sharma)। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিমান ধরা হয়নি তাঁর। খেলা থেকে দূরে 'হিটম্যান', মাতলেন নতুন লুকে। গাল ভর্তি দাড়ি উড়িয়ে একেবারে 'ক্লিন শেভড' হয়ে গেলেন ভারতের সীমিত ওভারের ক্যাপ্টেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোহিত। তাঁকে নতুন অবতারে দেখে থ নেটিজেনরা! সতীর্থ খালিল আহমেদ লিখলেন, "এ তো অনূর্ধ্ব-১৯ এর লুক"! ৩৪ বছরের ক্রিকেটারকে দেখে মনে হচ্ছে এক ঝটকায় অনেকটাই বয়স কমিয়ে ফেলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে দলে এলেন Jayant Yadav-Navdeep Saini



দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য রোহিত বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের নেটে ব্যাটিং করছিলেন। তখনই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করান তিনি। রবীন্দ্র জাদেজাও সেখানেই রিহ্যাব করান। এনসিএ-তে যশ ধুলের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের প্রস্তুতি শিবিরও চলছিল সেই সময়।  টিম ইন্ডিয়ার সাদা বলের ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটারকে শিক্ষকের ভূমিকায় পাওয়া গিয়েছিল এনসিএ-তে। যশদের ক্লাস নেন রোহিত। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ আসছে ভারত সফরে। ক্যারিবিয়ানরা তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর মার্চে শ্রীলঙ্কা আসছে জোড়া টেস্ট ও তিনটি টি-২০ খেলতে। মনে করা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের আগে রোহিত ফিট হয়ে যাবেন। তাঁর মাঠে ফেরার অপেক্ষায় ফ্যানরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)