শনিবার বিশ্বজয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতের অনূর্ধ্ব ১৯ দল
বে-ওভালে বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। টানা জয়ের মধ্যে থাকা ভারত অসিদের হারাতে পারলেই হয়ে যাবে বিশ্বসেরা।
নিজস্ব প্রতিবেদন : শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। টানা জয়ের মধ্যে থাকা দ্রাবিড়ের ছেলেরা খেতাব জয়ের স্বপ্ন দেখছে। পৃথ্বি শা-দের বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী প্রাক্তনরাও।
বে-ওভালে বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। টানা জয়ের মধ্যে থাকা ভারত অসিদের হারাতে পারলেই হয়ে যাবে বিশ্বসেরা। আর পৃথ্বী শা-দের এখানে উত্সাহ জোগাচ্ছে গ্রুপ লিগের ম্যাচ। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। ফাইনালেও তা অব্যাহত রাখতে মরিয়া শুভমান গিলরা। দু'দলই তিনবার করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে। তবে ধারে ও ভারে অনেক এগিয়ে ভারত। দলে অধিনায়ক পৃথ্বী শা, মনোজ কালরা, শুভমান গিলের মতন ছন্দে থাকা ব্যাটসম্যান রয়েছেন। রয়েছেন অভিষেক শর্মার মতন অলরাউন্ডারও। সবথেকে বড় কথা নিউজিল্যান্ডের মাটিতে ভারতকে ভরসা জুগিয়েছে কমলেশ নাগরাকোটি, শিভম মাভি ও ঈশান পোড়েল সমৃদ্ধ পেস ব্রিগেড। কোচ রাহুল দ্রাবিড়কে ভরসা জোগাচ্ছে অবশ্য টিম গেম। টিম গেমকে হাতিয়ার করেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত।
আরও পড়ুন- রাহুলের ভারতকে পুরস্কৃত করবে বিসিসিআই
এদিকে, নিজের অধিনায়কত্বে একটুর জন্য বিশ্বকাপ জিততে পারেননি সৌরভ গাঙ্গুলি। ২০০৩-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে সৌরভের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও ভারতের প্রতিদ্বন্দ্বী সেই অস্ট্রেলিয়াই। কিন্তু সৌরভ এবার আশাবাদী। তিনি বলেন পৃথ্বী শা-র নেতৃত্বে এই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল বিশ্বচ্যাম্পিয়ন হবেই।
সৌরভের মতন আশাবাদী আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনও। সৌরভ-আজহারের মতন গোটা দেশও তাকিয়ে রাহুল দ্রাবিড়ের ছেলেদের দিকে।