ওয়েব ডেস্ক: দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে জ্লাটান ইব্রাহিমোভিচ।কিন্তু সেই একাদশেই নেই লিওনেল মেসি! হ্যাঁ, ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে ১৯৯২-'৯৩ মরশুমে। সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় সবথেকে বেশি ম্যাচ খেলেছেন যাঁরা, তাঁদেরকে নিয়েই একটা সেরা একাদশ গড়া হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞ একাদশ।ওই দলটি খেলবে ৪-৪-২ ফর্মেশনে, এমনভাবেই দলে ফুটবলাররা সূযোগ পেয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!


এই সেরা একাদশে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাউল গঞ্জালেস (১৪২ ম্যাচ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১১৯ ম্যাচ)। ১২৭ ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নেওয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে। এই দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এক নজরে দেখে নিন সেই বিশেষ একাদশ।


গোলরক্ষক -     ইকার ক্যাসিয়াস ১৫৬ ম্যাচ


ডিফেন্ডার -     রবার্তো কার্লোস ১২০ ম্যাচ
                      কার্লোস পুয়োল ১১৫ ম্যাচ
                     পাওলো মালদিনি ১০৯ ম্যাচ
                     গ্যারি নেভিল ১০৯ ম্যাচ


মিডফিল্ডার -     জাভি ১৫১ ম্যাচ
                         রায়ান গিগস ১৪১ ম্যাচ
                         ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১২৭ ম্যাচ
                         ক্লরেন্স সিডর্ফ ১২৫ ম্যাচ


ফরোয়ার্ড -        রাউল ১৪২ ম্যাচ
                         জ্লাতান ইব্রাহিমোভিচ ১১৯ ম্যাচ


কোচ -              অ্যালেক্স ফার্গুসন ১৯০ ম্যাচ


আরও পড়ুন সৌন্দর্যের মহিমা