রোনাল্ডো, ইব্রা দলে অথচ, সেরা একাদশে সূযোগই পেলেন না মেসি!
দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে জ্লাটান ইব্রাহিমোভিচ।কিন্তু সেই একাদশেই নেই লিওনেল মেসি! হ্যাঁ, ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে ১৯৯২-`৯৩ মরশুমে। সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় সবথেকে বেশি ম্যাচ খেলেছেন যাঁরা, তাঁদেরকে নিয়েই একটা সেরা একাদশ গড়া হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞ একাদশ।ওই দলটি খেলবে ৪-৪-২ ফর্মেশনে, এমনভাবেই দলে ফুটবলাররা সূযোগ পেয়েছেন।
ওয়েব ডেস্ক: দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে জ্লাটান ইব্রাহিমোভিচ।কিন্তু সেই একাদশেই নেই লিওনেল মেসি! হ্যাঁ, ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে ১৯৯২-'৯৩ মরশুমে। সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় সবথেকে বেশি ম্যাচ খেলেছেন যাঁরা, তাঁদেরকে নিয়েই একটা সেরা একাদশ গড়া হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞ একাদশ।ওই দলটি খেলবে ৪-৪-২ ফর্মেশনে, এমনভাবেই দলে ফুটবলাররা সূযোগ পেয়েছেন।
আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!
এই সেরা একাদশে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাউল গঞ্জালেস (১৪২ ম্যাচ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১১৯ ম্যাচ)। ১২৭ ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নেওয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে। এই দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এক নজরে দেখে নিন সেই বিশেষ একাদশ।
গোলরক্ষক - ইকার ক্যাসিয়াস ১৫৬ ম্যাচ
ডিফেন্ডার - রবার্তো কার্লোস ১২০ ম্যাচ
কার্লোস পুয়োল ১১৫ ম্যাচ
পাওলো মালদিনি ১০৯ ম্যাচ
গ্যারি নেভিল ১০৯ ম্যাচ
মিডফিল্ডার - জাভি ১৫১ ম্যাচ
রায়ান গিগস ১৪১ ম্যাচ
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১২৭ ম্যাচ
ক্লরেন্স সিডর্ফ ১২৫ ম্যাচ
ফরোয়ার্ড - রাউল ১৪২ ম্যাচ
জ্লাতান ইব্রাহিমোভিচ ১১৯ ম্যাচ
কোচ - অ্যালেক্স ফার্গুসন ১৯০ ম্যাচ
আরও পড়ুন সৌন্দর্যের মহিমা