নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপে (EURO 2020) যাত্রা শেষ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Christiano Ronaldo)। রবিবার রাতে বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে ১-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিল পর্তুগাল (Portugal)। প্রি-কোয়ার্টার ফাইনালে এসেই যাত্রা থেমে গেল গতবারের চ্যাম্পিয়নদের। এদিকে স্পেনের সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজার মাঠে জয় অর্জন করে কোয়ার্টার ফাইনালে চলে গেল বেলজিয়াম। সেখানে ম্যনচিনির ইতালির মুখোমুখি হতে চলেছে লুকাকুর দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় বেলজিয়াম (Belgium)। ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন থরগান হ্যাজার্ড। প্রথমার্ধের শেষ পর্যন্ত মার্টিনেজের দলই এগিয়ে থাকে। এরপর দ্বিতীয়ার্ধে আশা করা হয়েছিল রোনাল্ডোরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু তা আর হল না। ম্যাচ চলাকালীন এদিন মাঠের পরিবেশ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। হলুদ কার্ডও দেখেন পেপে। সিজমের অন্যতম সেরা ম্যাচে হার দিয়েই মাঠ ছাড়তে হল পর্তুগালকে (Portugal)। ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তাঁরা। রোনাল্ডো (Christiano Ronaldo) চেষ্টা করলেও বাকিরা তেমনভাবে গোলের প্রস্তুতি নিয়ে উঠতে পারেননি। যদিও বল দখলের লড়াইয়ে প্রথমার্ধের শেষের দিকে কিছুটা হলেও পিছিয়ে থাকে বেলজিয়াম।



আরও পড়ুন: ISL 2021: এবার কি ক্রোট কিংবদন্তি Mario Mandzukic কে নিতে চলেছে ATKMB ?


এদিকে এদিন ইউরোয় (EURO 2020) পর্তুগালের বিদায়ঘণ্টা বাজার পাশাপাশি শেষ হল 'সিআর৭' এর ইউরো অভিযানও। মোট পাঁচটি ইউরো কাপ খেলে এবছর শেষ ইউরো কাপ খেললেন রোনাল্ডো। যদিও শেষ ম্যাচটায় ফ্যানদের আশাহতই করলেন রোনাল্ডো। বেলজিয়ামের বিরু্দধে জেতা তো হলই না। একইসঙ্গে ১০৯টি আন্তর্জাতিক গোল করে আলি দায়িকে ছুঁলেও রেকর্ড করা হল না ক্রিশ্চিয়ানোর।     


আরও পড়ুন:স্টাইল স্টেটমেন্ট নোজপিন, এক তিরে ৩ সোনা, দীপিকাই এযুগের 'চিত্রাঙ্গদা'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)