UEFA EURO 2020: ফের শুরু Denmark vs Finland ম্যাচ, Christian Eriksen এর দ্রুত আরোগ্য কামনায় উয়েফা
কোপেনহেগেনে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ স্থগিত ঘোষণা হয়ে গিয়েছিল ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের অসুস্থতায়।
নিজস্ব প্রতিনিধি: কোপেনহেগেনে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ স্থগিত ঘোষণা হয়ে গিয়েছিল ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের (Christian Eriksen) অসুস্থতায়। মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন এরিকসন। এমনকী প্রাণ সংশয় হয়ে গিয়েছিল এরিকসনের। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। এই কঠিন পরিস্থিতিতে ম্যাচ আধিকারিকরা 'মেডিক্যাল এমার্জেন্সি'র জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা দেন।
আরও পড়ুন: UEFA EURO 2020: মাঠেই অজ্ঞান ডেনমার্কের Christian Eriksen! ম্যাচ বাতিল
মেডিক্যাল টিমে ও উয়েফা পরিচালকদের তৎপরতায় এরিকসনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া গেলে তাঁর প্রাণ সংশয় কেটে যায়। উয়েফা জানিয়ে দেয় যে, এরিকসনের অবস্থা স্থিতিশীল। এরপর উয়েফা দুই টিমের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয় যে, এই ম্যাচ এদিনই ফের হবে। সেই মতোই ম্যাচ শুরু হয়ে গেল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)