নিজস্ব প্রতিবেদন: চলতি ইউরো কাপ (UEFA EURO 2020) পেয়ে গেল প্রথম সেমিফাইনালিস্টকে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভস্কি স্টেডিয়ামে স্পেন ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেল শেষ চারে। ইটালি কিংবা বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে 'লা রোজা'। এদিন প্রথম কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো পেনাল্টি শুটআউটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Copa America 2021: এবার শেষ আটের লড়াই, রাতে Peru vs Paraguay ভোরে Brazil vs Chile



এদিন ম্যাচের ৮ মিনিটের মধ্যেই স্পেনকে এগিয়ে দেয় সুইজারল্যান্ড। ডেনিস জাকারিয়া শুরুতেই করে বসেন আত্মঘাতী গোল। আলবার ভলি জাকারিয়ার পায়ে লেগে ডিফ্লেক্ট করে ঢুকে যায় গোলের মধ্যে। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জার্দান শাকিরি দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান। সমতায় ফেরার ৯ মিনিটের মধ্যেই ১০ জনের দলে পরিণত হয়ে যায় সুইজারল্যান্ড। রেমো ফ্রেউলার স্পেনেরে মোরেনোকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু ১০ জনের সুইসদের পেয়েও আধিপত্য দেখাতে পারেনি স্পেন। অবশ্যই এর জন্য বড় কৃতিত্ব প্রাপ্য সুইস কিপার ইয়ান সমারের। তে-কাঠির নীচে দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি। নির্ধারিত সময় খেলা ১-১ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে ৩-১ জিতেই স্পেন চতুর্থবারের জন্য খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)