নিজস্ব প্রতিবেদন : বলিউড সিনেমার গানের ব্যপ্তি তা হলে এতদূর! উয়েফা পর্যন্ত ছবির ক্যাপশন করার ক্ষেত্রে বলিউডের জনপ্রিয় সিনেমার গানের লাইন ধার করছে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফান দাইক। আর তাঁকে সেরা হিসাবে ঘোষণা করার সময় চলে এল সঞ্জয় দত্তের জনপ্রিয় সিনেমার গানের একটি লাইন। ফান দাইকের ছবির ক্যাপশনে সেই গানের লাইন লিখল উয়েফা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সানিয়া মির্জার ছবি দিয়ে লেখা হল পিটি উষা! লজ্জার পোস্টার ছড়িয়ে শহরজুড়ে



নায়ক নেহি…ফান দাইক হু ম্যায়। এমনই ক্যাপন লিখে লিভারপুল ডিফেন্ডারের ছবি শেয়ার করেছে উয়েফা। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা খলনায়ক। আর সেই সিনেমার গান- নায়ক নেহি..খলনায়ক হু ম্যায়। বেশ জনপ্রিয় হয়েছিল সেই গান। ২৬ বছর পরও যে সেই গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি তা আবারও প্রমাণ হয়ে গেল। সেইসঙ্গে ভারতীয় সমর্থকদের মধ্যে ব্যাপক প্রচার পেল উয়েফার এই পোস্ট।


আরও পড়ুন-  শুটিং স্পটে ব্যাট করছেন সচিন তেন্ডুলকর, বোলিংয়ে বলিউডের দুই তারকা!



মেসি, রোনল্ডোর মতো তারকাদের টপকে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা হয়েছেন ফান দাইক। ইউরোপের ফুটবল সমাজ যেন নতুন এক তারকাকে খুঁজে পেয়েছে। সেই জন্য এমনিতেই ফান দাইককে নিয়ে আলোচনার শেষ নেই। তবে ভারতীয় সমর্থকদের মধ্যে এখন উয়েফার এমন ক্যাপশন নিয়ে চর্চা হচ্ছে বেশি। উয়েফা তাদের ফেসবুক পেজে ফান দাইকের ছবি দিয়ে গানের লাইন তুলে দিয়েছে। যদিও অনেকে আবার বলেছেন, ক্যাপশনে খলনায়ক শব্দটি সরিয়ে ফান দাইক রাখা হয়েছে। তাই এক্ষেত্রে ক্যাপশন যথাযথ নয় বলে মনে করছেন অনেকে।