জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত মেতেছে লাগাতার হোম সিরিজে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। গতকাল অর্থাৎ মঙ্গলবার, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভারত প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৬০ রান তুলতে সমর্থ হয়। মুম্বইয়ের ওয়াংখেড়েতে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। হ্যাঁ ঠিকই পড়েছেন। ১৫৫ কিমি প্রতি ঘণ্টায়। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনDeepak Hooda And Axar Patel | IND vs SL: অনবদ্য হুডা-অক্ষর জুটির দুরন্ত রেকর্ড, টপকে গেলেন ধোনি-পাঠানকে


শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বিগত দুই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আগুনে বোলিংয়ে বাইশ গজের নজর কেড়েছিলেন। উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। 'শ্রীনগর এক্সপ্রেস' দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। গত ২৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের অভিষেক ম্যাচে উমরান সর্বাধিক ১৫৩.১ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন। এবার উমরান নিজেকে ছাপিয়ে লিখলেন ইতিহাস। আগামী বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। এখন দেখার সেই ম্যাচ উমরান কী করেন। ফের কোনও নতুন রেকর্ড তিনি গড়তে পারেন কিনি!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)