Umran Malik, IPL 2022: কীভাবে শ্রীনগর এক্সপ্রেস’-কে সামলাবেন? মজার জবাব দিলেন Sunil Gavaskar
এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের এই তরুণ পেসার।
নিজস্ব প্রতিবেদন: অনাবৃত ও ঘাসে ভরা বাইশ গজ। এর সঙ্গে যোগ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের চার বিশ্বত্রাস পেস বোলার। অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল ও মাইকেল হোল্ডিং। এখানেই শেষ নয়। সেই সময় দাপিয়ে বেড়াচ্ছিলেন আর দুই খুনে জোরে বোলার। ইংল্যান্ডের বব উইলিস ও অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ওঁদের বিরুদ্ধে অনায়সে বিনা হেলমেটেই খেলেছেন। তবে চলতি আইপিএল-এ (IPL 2022) প্রতি ম্যাচে আগুন ঝারানো উমরান মালিককে (Umran Malik) দেখে এহেন সানি ব্যাটারদের অদ্ভুত পরামর্শ দিলেন।
বেশ মজা করে সানি বলেন , “উমরানকে যদি নিরাপদে সামলাতে চাও, তবে একরান নিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে চলে যাও।“
অবশ্য কিছুক্ষণ পর গাভাসকর নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যাটারদের একটা উপায়ও বলে দিয়েছেন, যাতে ‘শ্রীনগর এক্সপ্রেস’-এর মোকাবিলা করা যায়।
সিনিয়র গাভাসকর যোগ করেছেন, “উমরানকে স্টাম্প দেখতে দিও না। তিনটি স্টাম্পই কভার করে খেল, যাতে বল করার সময় ও বুঝতে না পারে কোথায় অফ-স্টাম্প আছে আর কোথায় লেগ স্টাম্প।“
এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) এই তরুণ পেসার। ফলে প্রতি ম্যাচেই উমরান বেগুনি টুপির দাবি জানাচ্ছেন।
আরও পড়ুন: Yuvraj Singh: Team India-র কোন তারকার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ? জানতে পড়ুন