অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে আফগান হামলায় দুরমুশ পাকিস্তান
মাত্র ৬৩ রানেই শেষ পাকিস্তানের ইনিংস
নিজস্ব প্রতিবেদন : আফগানিস্থানের কাছে দুরমুশ পাকিস্তান। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১৮৫ রানে হারিয়ে দিল আফগানিস্থান।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অনূর্ধ্ব-১৯ আফগান দল। ৫০ ওভারে তারা তোলে ২৪৮ রান। ২৪৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই কিন্তু ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পাকিস্তান। মাত্র ২২.১ ওভারে ৬৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। আফগান টিমের পক্ষে মাত্র ১৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে একাই পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন মুজিব জাদরান। টুর্নামেন্টে মোট ২০ উইকেট পেয়ে সেরা খেলোযাড় হয়েছেন মুজিব।
আফগানিস্থানের পক্ষে সর্বচ্চ ১০৭ রান করেন উইকেটরক্ষক ইকরাম ফাইজি। তাঁকেই ম্যাচ অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মহম্মদ ত্বহা।
লিগেও ধারাবাহিকভাবে ভালো খেলেছে আফগানিস্থান। লিগের পয়েন্ট তালিকায় তারা শীর্ষে থেকেই ফাইনালে ওঠে। আফগানিস্থানের গ্রুপে ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি। অন্য গ্রুপে ছিল ভারত, নেপাল, বাংলাদেশ ও মালয়েশিয়া।
আরও পড়ুন-আধারের তথ্য ফাঁস করেছে কেন্দ্র ও রাজ্যের ২১০ ওয়েবসাইট!