ওয়েব ডেস্ক: ফিফা সভাপতি ইনফ্যানটিনোর উপস্থিতিতে যুব বিশ্বকাপের ড্র হবে মে মাসে। ভারতের মাটিতে প্রথমবার কোনও ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে। তাই যুব বিশ্বকাপের ড্র দিয়েই মেগা টুর্নামেন্টেক কাউন্টডাউন শুরু করতে চাইছে ফেডারেশন। মুম্বইতে জমকালো অনুষ্ঠানে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের ড্র হবে। সেদিনই জানা যাবে ব্রাজিল,আর্জেন্টিনার মত হেভিওয়েট দলগুলো কোথায় খেলবে। তবে যুবভারতীতে ফাইনাল হওয়া যে সময়ের অপেক্ষা,তা মানছেন ফেডারেশন সচিব কুশল দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- যুদ্ধই বটে, পাকিস্তানকে টানটান ম্যাচে হারাল ভারত



টুর্নামেন্টের জন্য বলিউড তারকা বা সচিন-সৌরভের মত ক্রীড়া ব্যক্তিত্বদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।


এদিকে, পরিকাঠামোর উন্নতির কথা বলা হলেও একই জায়গায় দাঁড়িয়ে বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম। গত কয়েক মাস আগে মাঠ ও তার সংলগ্ন জায়গা যে তিমিরে ছিল তার বিশেষ উন্নতি হয়নি। মাঠের ধারে জঙ্গল এখনও রয়েছে। বিভিন্ন জায়গায় রং হওয়া এখনও বাকি। মঙ্গলবার স্টেডিয়াম পরিদর্শনে নিয়ে এই ছবি দেখলেন আই লিগ সিইও সুনন্দ ধর। রবীন্দ্র সরোবরের পাশাপাশি আই লিগের হোম ম্যাচের ভেন্যু হিসেবে বারাসতকে দেখিয়েছে দুই প্রধান। ইস্ট-মোহনের কর্তাদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন আই লিগ সিইও। আই লিগের ম্যাচ হওয়ার আগে বারাসত স্টেডিয়ামের আরও কাজ বাকি রয়েছে। স্টেডিয়ামের ভেতর নেই একটা মেডিকাল বা ডোপ পরীক্ষার ঘর।সব মিলিয়ে স্টেডিয়াম মন ভরাতে পারেনি ফেডারেশনের।  রবীন্দ্র সরোবরে আই লিগের  ম্যাচ হওয়ার ক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে। সব মিলিয়ে আই লিগ শুরুর আগে বারাসত স্টেডিয়ামে ফের পরিদর্শন করা হতে পারে।


দেখুন স্পোর্টস ২৪, রাত সাড়ে দশটায় ২৪ ঘণ্টা চ্যানেলে