ওয়েব ডেস্ক: লোধা কমিটির প্রস্তাবকে উড়িয়ে দিয়ে ভারতের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। লোধা কমিটি সাফ জানিয়েছিল, কমিটির সব সদস্যকে টেস্ট খেলতে হবে। কিন্তু যতীন পরাঞ্জপে ও গগন খোদা দেশের হয়ে একটিও টেস্ট ম্যাচও খেলেননি। দেশের নতুন পাঁচ নির্বাচক সদস্যদের সর্বসাকুল্যে অভিজ্ঞতা ১৩টি টেস্ট ও ৩১টি একদিনের ম্যাচের।


আরও পড়ুন- রোনাল্ডোর প্রেম


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমএসকে প্রসাদ (প্রধান নির্বাচক) - পুরো নাম মান্নাভা শ্রীকান্ত প্রসাদ। ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে মাঝে মাঝে জাতীয় দলে উইকেটকিপার হিসেবে খেলেছেন। অন্ধ্রপ্রদেশের এই উইকেটকিপার দেশের হয়ে খেলেছেন ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডে। একটা মাত্র অর্ধশতরান করেছেন।


দেবাং গান্ধী-১৯৯৯ সালে দেশের হয়ে প্রথম টেস্টে খেলেছেন। ৪টা টেস্ট ও ৩টে ওয়ানডে খেলেছেন।


গগন খোদা-রাজস্থানের ওপেনার ব্যাটসম্যান কোনওদিন টেস্ট খেলেলনি। খেলেছেন দুটি ওয়ানডে।  


শরনদীপ সিং--অফ স্পিনার শরনদীপ দেশের হয়ে খেলেছেন ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে।


যতীন পরাঞ্জপে--কোনও দিন টেস্ট খেলেননি। তবে ৪টে ওয়ানডে খেলেছেন।