২০২১ সালে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল ফিফা
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। সেদিনই বিশ্বকাপ অভিযানে নামবে ভারতীয় মহিলা দল।
নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের সাতটা ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। একটা কোয়াটার ফাইনাল আর গ্রুপ লিগের ছটা ম্যাচ হবে এশিয়ার অন্যতম সেরা এই স্টেডিয়ামে। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। মঙ্গলবারই যুব মহিলা বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করল ফিফা।
চলতি বছরে ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। কিন্তু কোনও রকম ঝুঁকি না নিয়ে করোনার কারণে মহিলাদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। মে মাসের শুরুতেই ফিফা জানিয়ে দেয়, ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে বসবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর।
আয়োজক দেশ ভারত গ্রুপ লিগের সব ম্যাচ খেলবে গুয়াহাটিতে। ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। সেদিনই বিশ্বকাপ অভিযানে নামবে ভারতীয় মহিলা দল। টিম ইন্ডিয়ার গ্রুপ লিগে পরের দুটো ম্যাচ যথাক্রমে ২০ আর ২৩ তারিখ। বিশ্বকাপের দুটো সেমি ফাইনাল হবে নবি মুম্বই আর ভুবনেশ্বরে। ৭ মার্চ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ফাইনালও হবে নবি মুম্বইতেই।
আরও পড়ুন - মারণ ভাইরাসের থাবা পাক ক্রিকেট দলে! সোমবার ৩, মঙ্গলবার আরও ৭ ক্রিকেটার আক্রান্ত