নিজস্ব প্রতিবেদন : গত দু'বারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে গ্রুপ-সি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার শেষ আটে উরুগুয়ে৷ এডিনসন কাভানির গোলে চিলিকে ১-০ গোলে হারাল উরুগুয়ে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কোপা আমেরিকায় গ্রুপ-সি এর প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উরুগুয়ে৷দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে আটকে যায় তারা।২-২ গোলে ম্যাচ ড্র করে৷ শেষ ম্যাচে চিলিকে ১-০ গোলে হারাল সুয়ারেজরা। গ্রুপ সি-এর ম্যাচে রিও ডি জেনেইরোতে
গোলশূন্য প্রথমার্ধের পর ৮২ মিনিটে জোনাথন রডরিগেজের ক্রস থেকে হেডে গোল করেন কাভানি।



সি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে  উরুগুয়ে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে শেষ আটের টিকিট পেয়েছে চিলিও। কোয়ার্টার ফাইনালে উঠতে জয় দরকার ছিল জাপান ও ইকুয়েডরের। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাই ছিটকে গেল দুই দলই। শেষ আটে পেরুর মুখোমুখি উরুগুয়ে।  


আরও পড়ুন - বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রায়ান লারা!