ওয়েব ডেস্ক:  ‌ইউএস ওপেনের ফাইনালে ঝড় তুলে দিলেন রাফায়েল নাদাল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে জিতে নিলেন ইউএস ওপেন ২০১৭ খেতাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাইনালে টানা তিন ঘণ্টার লড়াইয়ে রবিবার নাদাল ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ডারসনকে। ২০১৪ সালে দোহায় হার্ড কোর্টে গল মনফিসকে হারানোর পর ফের একবার হার্ড কোর্ট দাপালেন নাদাল। এই জয়ে নাদালের ঝুলিতে এলে ১৬তম গ্র্যান্ডস্লাম। এখন মাত্র তিনটি গ্র্যান্ডস্ল্যম জিতলেই রজার ফেডরারকে ছুঁয়ে ফেলবেন স্প্যানিশ তারকা।


টেনিস দুনিয়ায় ২৮তম স্থানে থাকা অ্যান্ডারসনকে হারানোর ফলে তিনটি ইউএস ওপেন খেতাব এল নাদালের ঝুলিতে। পাশাপাশি ১০টি ফ্রেঞ্চ ওপেন খেতাব, দুবার উইম্বলডন ও একবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল।


আরও পড়ুন-সুখবর! আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন