জীবনের শেষ দৌড়ে ব্রোঞ্জ জেতার পর বোল্টকে নিয়ে কী বললেন বিরাট কোহলি?
ওয়েব ডেস্ক: নিজের কেরিয়ারের শেষ দৌড়টা আর সোনা জিতে শেষ করতে পারলেন না উসেন বোল্ট। তাঁকে সন্তুষ্ট হতে হল ব্রোঞ্জ পেয়েই। আইএএএফ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বোল্টকে হারিয়ে দেন গ্যাটলিন। তারপরই গোটা বিশ্বজুড়ে দৌড়প্রেমীদের মন হতাশায় ডুবে যায়। যদিও ব্রোঞ্জ পেলে বা তৃতীয়স্থান পেলে কী হবে! উসেইন বোল্টই যে গোটা বিশ্বের অ্যাথলেটিক্সপ্রেমীদের থেকে আসল সোনাটা পেয়েছেন। সবাই সমস্বরে বলছেন, আসলে জিতেছেন বোল্টই।
আরও পড়ুন কলম্বো টেস্ট জেতার পর পুজারা সম্পর্কে কোহলি কী বলেছেন শুনেছেন?
বোল্টের অনূরাগী ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও। যতই জীবনের শেষ দৌড়ে হেরে যান বোল্ট, বিরাটের কাছে আসল চ্যাম্পিয়ন জামাইকার বিদ্যুতই। বিরাট কোহলি বলেছেন, 'জয়টা বোল্টেরই পাওয়া উচিত ছিল। তার কারণ, তাঁর থেকে ভাল আর কেউ নয়। আমি ওকে শুভেচ্ছাও জানিয়েছিলাম। তার আরও একটা বড় কারণ, বোল্ট আর আমি দু'জনেই পুমার অ্যাথলিট।তবে, জীবনের শেষ দৌড়ে যতই বোল্ট হেরে যাক, তাঁর রেকর্ড খুব শিগগিরি কেউ ভেঙে দিতে পারে, এমন তো আদৌ মনে হচ্ছে না।'
আরও পড়ুন রবীন্দ্র জাদেজাকে সাসপেন্ড করল আইসিসি, পালেকেল্লেতে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না