ওয়েব ডেস্ক: ঘরের মাঠে শেষবার দৌড়তে নামছেন উসেইন বোল্ট। বোল্টের দৌড় ঘিরে উন্মাদনা জামাইকায়। শনিবার রাতে নিজের আতুরঘরে শেষবারের মতো দৌড়তে নামবেন উসেইন বোল্ট। জামাইকার কিংস্টোন স্টেডিয়ামে একশো মিটার রেসে বোল্টের গতি দেখতে গ্যালারি ভরাবেন তার ভক্তরা। কারণ এরপর আর জামাইকার  অ্যাথলেটিক টার্ফে দেখা যাবে না বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এবার হোটেল ব্যবসাতেও লড়াই শুরু হতে চলেছে মেসি এবং রোনাল্ডোর মধ্যে


চলতি বছর অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন বোল্ট। অ্যাথলেটিক টার্ফে তাই আর মাত্র কয়েকটা মাস দেখা যাবে বোল্ট ম্যাজিক। চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেছিলেন। এবার চ্যাম্পিয়ন হয়েই বিদায় নিতে চান বোল্ট।


আরও পড়ুন  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা