নিজস্ব প্রতিবেদন: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20WC) ভারতীয় দলের এক্স-ফ্যাক্টর হতে পারেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এমনটাই মত একাধিক ক্রিকেট পণ্ডিতের। বিগত দুই মরসুমে কেকেআরের (KKR) হয়ে এত ভাল পারফর্ম করেছেন বরুণ যে, বিশ্বকাপের দলে তাঁকে রাখতে বাধ্য হয়েছে বিসিসিআই। এখনও পর্যন্ত নাইটদের জার্সিতে হাত ঘুরিয়ে ২৬ ম্যাচে ৩২ উইকেট পেয়েছেন ডান হাতি লেগ ব্রেক বোলার। চলতি আইপিএলে ১৩ ম্যাচে ১৫ উইকেট পাওয়া হয়ে গিয়েছে বরুণের। চমকে দেওয়ার মতো ইকনমি রেট তাঁর, ৬.৭৩। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে বরুণকে চাইছেন বাবর আজমদের বিরুদ্ধে। কিন্তু বরুণের হাঁটুর চোট নিয়ে রীতিমতো চিন্তায় বিসিসিআই (BCCI)। ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েই মাঠে নামছেন বরুণ। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, "বরুণের হাঁটুর অবস্থা কিন্তু একেবারেই ভাল নয়। ওর ব্য়থা আছে। বিশ্বাস করুন টি-২০ বিশ্বকাপ না হলে, ভারতীয় দল ওকে খেলানোর ঝুঁকিই হয়তো নিত না। ১০০ শতাংশ ফিট হওয়ার জন্য় বরুণের দীর্ঘমেয়াদি রিহ্যাবের প্রয়োজন আছে।  টি-২০ বিশ্বকাপ চলাকালীন আমাদের ফোকাস থাকবে বরুণের পেইন ম্যানেজমেন্ট। 


আরও পড়ুন: IPL 2021: ৩০ গজ দূর থেকে বাস্কেটবল নেট করলেন জিমি নিশাম! সোশ্যালে ঝড়


বোর্ডের কর্তা আরও বলেন,"কেকেআরের সাপোর্ট স্টাফ বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বরুণের জন্য আলাদা স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং চার্ট তৈরি করা হয়েছে। দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অঙ্গ এটা। ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে চার ওভার বল করছে। ব্য়থাটা কমানো হচ্ছে। টিভি-তে দেখলেই বোঝা যাবে যে, বরুণের বল করার সময়ে বা ফিল্ডিং করতে কষ্ট হচ্ছে।" জানা গিয়েছে যে, ৩০ বছরের স্পিনারকে ফিল্ডিংয়ের সময় ডাইভ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যাতে না তাঁর হাঁটুতে চোট লাগার সম্ভাবনা বেড়ে যায়। বরুণের থেকে বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডিংয়ের প্রত্যাশা নেই বলেই মত বোর্ডের ওই কর্তার। তিনি জানাচ্ছেন বরুণের চার ওভার বল করাই প্রাধান্য পাচ্ছে দলের কাছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)