নিজস্ব প্রতিবেদন - চলে গেলেন মুম্বই তথা ভারতীয় ক্রিকেটের দ্রোনাচার্য বাসু পারাঞ্জাপে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি, বিনোদ কাম্বলির মত একাধিক তারকা ক্রিকেটারকে কোচিং করিয়েছিলেন তিনি। সুনীল গাভাসকারকে সানি বলে ডাকা শুরু করেন তিনিই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন শচীন, কাম্বলিসহ একাধিক ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেটের অন্যতম কিংবদন্তি শচীন তেন্ডুলকর একটি লম্বা চিঠি পোস্ট করে টুইটে লিখেছেন, তাঁরই একটি অংশ পৃথিবী ছেড়ে চলে গেল।



বিনোদ কাম্বলিও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন। এছাড়াও রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, সঞ্জয় মঞ্জরেকররাও টুইট করে শোকপ্রকাশ করেন।


 



মুম্বই ও বরোদার হয়ে মোট ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরই সম্পুর্ণরূপে ক্রিকেট কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। রাহুল দ্রাবিড়কে মাত্র ১৪ বছর বয়সে তিনি বলেন যে তাঁর ভারতের হয়ে খেলার যোগ্যতা রয়েছে।