স্পেনের কোচের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ভিসেন্তে দেল বস্ক
ওয়েব ডেস্ক: স্পেনের কোচের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ভিসেন্তে দেল বস্ক। ইউরোয় ব্যর্থ হওয়ার পরই সরে দাঁড়ালেন অভিজ্ঞ এই ম্যানেজার। এ মাসেই জাতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দেল বস্কের। নতুন চুক্তি করার তার কোনও ইচ্ছে নেই। পরিস্কার জানিয়ে দিয়েছেন ইনিয়েস্তদের হেড স্যার।
ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: স্পেনের কোচের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ভিসেন্তে দেল বস্ক। ইউরোয় ব্যর্থ হওয়ার পরই সরে দাঁড়ালেন অভিজ্ঞ এই ম্যানেজার। এ মাসেই জাতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দেল বস্কের। নতুন চুক্তি করার তার কোনও ইচ্ছে নেই। পরিস্কার জানিয়ে দিয়েছেন ইনিয়েস্তদের হেড স্যার।
আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার
ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর এবারের ইউরোয় ইতালির কাছে হেরে ছিটকে গিয়েছে স্প্যানিশ আর্মাডা। দুটো বড় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর ইস্তফা দেওয়ার পথে হাঁটলেন ৬৬ বছর বয়সি দেল বস্ক। স্পেনের পরবর্তী কোচ হিসেবে উঠে আসছে জোয়াকিম কাপারোসের নাম। অতীতে সেভিয়া ও অ্যটলেটিকোয় কোচিং করিয়েছেন কাপারোস।
আরও পড়ুন রেড ডেভিলসে ইব্রা