নিজস্ব প্রতিবেদন: অবসর নাকি  ভারতীয় দলে ধোনির কামব্যাক? জল্পনা চলছেই। তবে আইপিএলে যে মাহিকে আবার ব্যাট হাতে দেখা যাবে সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।  এদিকে স্ত্রী সাক্ষীর জন্মদিনের পার্টিতে গায়ক ধোনিকে (MS Dhoni)পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল (Viral)হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মেজাজেই রয়েছেন মাহি। স্ত্রী সাক্ষীর জন্মদিনের পার্টিতেও অন্যভূমিকায় দেখা গেল ক্যাপ্টেন কুলকে। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা জেসি গিলকে সেই পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন । সবাই মিলে বেশ হুল্লোড় করেছেন। এমনকী সেই পার্টিতে গানও করেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির গলায় ... যব কই বাত বিগাড় যায়ে ... গানটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে এই প্রথমবার নয়। এর আগে সেনা ছাউনিতেও গান করতে দেখা গিয়েছে এমএসডিকে।


আরও পড়ুন- রুমাল হয়ে গেল লাঠি! ম্যাচের মাঝে মাঠেই ম্যাজিক দেখালেন এই বোলার